রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

ছয় ঘণ্টায় ৭০ মিলিয়ন নতুন ব্যবহারকারী পেল টেলিগ্রাম


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২১ ০৫:২০

আপডেট:
৭ অক্টোবর ২০২১ ০৫:২৯

ফাইল ছবি

ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় ছয় ঘণ্টায় ৭০ মিলিয়ন নতুন ব্যবহারকারী পেয়েছে টেলিগ্রাম। সবচেয়ে বেশি লাভবান হয়েছে মেসেজিং অ্যাপটি। টেলিগ্রাম প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পাভেল দুরোভ এ ঘটনাকে ব্যবহারকারী নিবন্ধনের রেকর্ড বলে উল্লেখ করেন।

নিজ প্রতিষ্ঠানের কর্মীদের প্রশংসা করে পাভেল দুরোভ বলেন, ‘টেলিগ্রামের ব্যবহারকারী নিবন্ধনের এই চাপ সামলে কর্মীরা নিখুঁতভাবে কাজ করায় আমি বেশ খুশি। এটি বলছি কারণ আমেরিকান ব্যবহারকারীরা ফেসবুক-হোয়াটসঅ্যাপ সাইন আপ করতে ব্যর্থ হওয়ায় লাখ লাখ ব্যবহারকারী একই সময়ে টেলিগ্রামে সাইন আপ করেছে’, যোগ করেন পাভেল।

যদিও বছরের শুরুতে টেলিগ্রাম ঘোষণা করেছিল, অ্যাপসটিতে ৫০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। অপরদিকে ফেসবুকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট সন্তোষ জনার্দন মঙ্গলবার একটি আপডেট ব্লগ পোস্টে বলেন, অনিচ্ছাকৃত ভাবে ফেসবুকের ডেটা সেন্টার বিচ্ছিন্ন হওয়াও ব্যবহারকারীরা কিছু সময় এটি ব্যবহার করতে পারেনি।

এর ছয় ঘণ্টা পরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সচল হয়। এ নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশও করে।

 

 

আরপি/এসআর-



আপনার মূল্যবান মতামত দিন:

Top