রাজশাহী সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১

বেসিস ছাড়লেন ফাহিম মাশরুর


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৯ ০৫:১৬

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১১:৩৭

ছবি: ফাহিম মাশরুর

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ২০১৮-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন একেএম ফাহিম মাশরুর।

প্রায় দুইমাস আগে তিনি পদত্যাগপত্র জমা দিলেও বিষয়টি গোপন রাখা হয়। বেসিসের একজন পরিচালক নাম গোপন রাখার শর্তে বলেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন সত্য। তবে সর্বশেষ ইসি কমিটির মিটিংয়ে তার পদত্যাগের বিষয়টি উত্থাপন করা হয়নি। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ইসি কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে জানতে একেএম ফাহিম মাশরুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে আরও অন্তত দুইমাস আগে পদত্যাগ করেছি।’ তবে পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে পারেননি।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার তার ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ২০১৮-১৯ মেয়াদের বেসিস নির্বাচনে অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে স্বতন্ত্রভাবে একেএম ফাহিম মাশরুর ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।

একেএম ফাহিম মাশরুর বেসিসের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিডিজবস ডটকম, আজকের ডিল ডটকম ও বেশতো ডটকমের অন্যতম কর্ণধার ও প্রতিষ্ঠাতা।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top