রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

হোয়াটসঅ্যাপে অটো-রিপ্লাই অপশন চালু করার উপায়


প্রকাশিত:
১৯ জুন ২০২১ ০৩:৫১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৮:০০

ছবি: সংগৃহীত

ব্যবসায়িক কারণে অনেকেই মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে অটো-রিপ্লাই অপশন রাখেন। যথাসময়ে গ্রাহককে রিপ্লাই দেওয়ার সুবিধার্থে এই অপশন ব্যবহার করা হয়। প্ল্যাটফর্মটিতে অটো-রিপ্লাই অপশন চালু করার কিছু উপায় রয়েছে। এই উপায়গুলো হলো-

হোয়াটসঅ্যাপ ওপেন করুন
অটো-রিপ্লাই অপশন চালু করতে প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এরপর থ্রি-ডট মেনুতে ক্লিক করুন।

বিজনেস সেটিংস সিলেক্ট করুন
এবার ‘সেটিংস’ অপশনটি ক্লিক করে ‘বিজনেস সেটিংস’ অপশন সিলেক্ট করুন।

অ্যাওয়ে মেসেজ সিলেক্ট করুন
তারপর ‘অ্যাওয়ে মেসেজ’ সিলেক্ট করুন।

সেন্ড অ্যাওয়ে মেসেজ বেছে নিন
এবার ‘সেন্ড অ্যাওয়ে মেসেজের’ পাশে থাকা ‘টগল’ বাটনে ক্লিক করুন। তারপর ‘ওকে’ অপশনে ক্লিক করুন।

তিনটি অপশনের একটি বেছে নিন
এ পর্যায়ে অলোওয়েজ সেন্ড, কাস্টম শিডিউল ও আউটসাইড অব বিজনেস আওয়ার্স- তিনটি অপশন বেছে নিন।

কোন গ্রাহককে অটো রিপ্লাই পাঠানো হবে তা ঠিক করুন
সব শেষে আপনি কোন গ্রাহককে অটো রিপ্লাই পাঠাবেন সেটি ঠিক করবেন। এ পর্যায়ে আপনি ‘এভরিওয়ান’, ‘এভরিওয়ান নট ইন অ্যাড্রেস বুক’, ‘এভরিওয়ান একসেপ্ট’, ‘অনলি সেন্ড টু’ পাবেন। এগুলোর যেকোনো একটি সিলেক্ট করুন।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top