রাজশাহী রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫১

আপডেট:
১৯ মে ২০২৪ ০৭:৫০

ঢাকা টেস্টে টস জিতে ব্যাট করার করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার সাদমানকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন সৌম্য, মিঠুন ও রাহী।


সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে টস জিতেছিলেন মুমিনুল। ঢাকা পুরোপুরি বদলে গেল টস ভাগ্য। এবার টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। সুযোগ হাতছাড়া করেননি। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।


সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে নিজেদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা। অন্যদিকে ক্যারিবীয় একাদশে কোনো পরিবর্তন নেই।


চরম নাটকীয়তায় ঠাঁসা চট্টগ্রাম টেস্টে হেরে যায় বাংলাদেশ। ওই টেস্টে শেষ ইনিংসে রেকর্ড রান তাড়া করে ৩ উইকেটে জিতে যায় ক্যারিবীয়রা। এই টেস্ট জিতলে সিরিজ জিতবে তারা। আর বাংলাদেশ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পাবে মুমিনুলরা।


বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি।

 আরপি/ এআর


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top