রাজশাহী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


চ্যালেঞ্জ জয় করার আশ্বাস মুসফিকের


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৮

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৬

ছবি: সংগৃহীত

চার দিন ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হেরে গেছে শেষ দিনের ব্যর্থতায়। ব্যক্তিগতভাবে মুশফিকুর রহিমের জন্যও ভালো কাটেনি টেস্ট। দুই ইনিংসেই আউট হয়েছেন উইকেটে থিতু হয়েও। তবে সব হতাশা পেছনে ফেলে তারা ঘুরে দাঁড়াতে প্রস্তত, বলছেন দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান।

কাইল মেয়ার্সের অতিমানবীয় এক ইনিংস আর বিরোচিত রান তাড়ায় চট্টগ্রামে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পয়েন্টের আশাও তাতে যায় গুঁড়িয়ে।

সেই আশা পূরণের আরেকটি ধাপ এখন মিরপুর টেস্ট। সিরিজ হার এড়ানোর জন্যও জয় ছাড়া উপায় নেই বাংলাদেশের। টেস্টের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক বললেন, চ্যালেঞ্জ জয় করার জন্য দল প্রস্তুত।

“ প্রথম ম্যাচ আমাদের পক্ষে যায়নি। তবে আমরা জানি, কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। দলের সবাই নিজেদের সেরাটা উজার করে দিতে এবং মানসিকতার প্রমাণ দিতে প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছি আমরা, সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমরা করব জয়।”

সুত্র: বিডি নিউজ টুয়েন্টিফোর.কম

 

আরপি/টিএস-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top