রাজশাহী বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২


এমবাপ্পে-নেইমারদের ৩ মিনিটের ঝড়ে উড়ে গেল মপলিয়ের


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২১ ১৮:৩৫

আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ১৮:১৬

ছবি: সংগৃহীত

মপলিয়েরের বিপক্ষে বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

শুক্রবার রাতে পিএসজির তিন ফরোয়ার্ড নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও মাউরো ইকার্দির তিন মিনিটের ঝড়ে ৪-০ গোল হেরে গেছে মপলিয়ের। ম্যাচের ১৯ মিনিটে ভুল করেন মপলিয়ের গোলরক্ষক জোনাস অমলিন। ডি-বক্সের বাইরে বেরিয়ে এমবাপ্পেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন অমলিন। পরে ভিএআরের সাহায্যে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

যার ফলে ম্যাচের ৭০ মিনিট একজন কম নিয়েই ফ্রান্সের সেরা দলের বিপক্ষে লড়াই করতে হয়েছে মপলিয়েকে।আর এ সুযোগ দ্বিতীয়ার্ধে ভালোই কাজে লাগিয়েছেন নেইমার-এমবাপ্পেরা।

প্রথমার্ধে প্রথম লিড এনে দেন ফরাসির বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এমবাপ্পে। ৩৪ মিনিটের মাথায় আর্জেন্টাইন স্ট্রাইকার অ্যাঞ্জেলো ডি মারিয়ার এসিস্টে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান এ ফরাসি তরুণ।

ওই এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পিএসজি।

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট খেলার পর ছন্দ খুঁজে পায় ফরাসি জায়ান্টরা। তবে ম্যাচের ৬০ থেকে ৬৩ মিনিটের মধ্যে অবাক করা পারফর্ম করে পিএসজি।

৩ মিনিটেই পরপর তিনটি গোল পায় পিএসজি। ৬০ মিনিটের সময় এমবাপ্পের এসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। সেই গোলের জয়োৎসবের রেশ কাটার আগেই স্কোরশিটে নাম তোলেন মাউরো ইকার্দি। ৬১ মিনিটে গোল দেন তিনি।

ওই গোলের ২ মিনিট পরেই মপলিয়ের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন প্রথম লিড এনে দেওয়া এমবাপ্পে।

এ পর্যন্ত খেলা ২১ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। দুই নম্বরে থাকা অলিম্পিক লিওনের সংগ্রহ ২০ ম্যাচে ৪২ পয়েন্ট। মপলিয়ের ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে।

 

আরপি/টিএস-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top