নাটোরের সেরা তরুণ করদাতা রোকন
_pic-_24.11.2021-2021-11-24-17-20-31.jpg)
২০২০-২০২১ কর বছরের নাটোর জেলার তরুণদের মধ্যে সেরা করদাতা হয়েছেন লালপুরের গোপালপুর পৌর আওয়ামী লীগের (একাংশ) সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রোকনুল ইসলাম লুলু।
বুধবার (২৪ নভেম্বর ) সকাল ১১ টার দিকে নাটোর জেলা উপ কর কমিশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপ-কর কমিশনার মফিজুল ইসলাম তরুণদের মধ্যে সেরা করদাতা সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেয়। এসময় যুগ্ম কর কমিশনার মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-০৪
বিষয়: লালপুর
আপনার মূল্যবান মতামত দিন: