রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


গফগাঁওয়ে বিকট শব্দে আকাশ থেকে পড়ল তেলের ট্যাংক


প্রকাশিত:
২ ডিসেম্বর ২০১৯ ০৬:৩২

আপডেট:
৩ মে ২০২৪ ০১:০৯

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাইথল বটতলা নামক স্থানে হঠাৎ করে আকাশ থেকে ছিটকে পড়েছে প্রশিক্ষণ বিমানের একটি তেলের ট্যাংক।


রোববার বিকালে গফগাঁও এর অদূরে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটির দৈর্ঘ্য প্রায় ১৫-২০ ফুট।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্যাংকটি দেখে অনেকে বলছে এটি হয়তো প্রশিক্ষণ বিমানের তেলের ট্যাংক।

বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন বলে পাগলা থানার ওসি শাহীনুজ্জামান জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা গোলাপ মিয়া জানান, বিকাল অনুমানিক ৪টার দিকে পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে বিমানটি আকাশে উড়ার সময় বিকট শব্দে তেলের ট্যাংকটি মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। লোকজন ভয়ে ছুটাছুটি শুরু করে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনার স্থলে উপস্থিত হন।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান জানান, এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমানের অতিরিক্ত তেলের ট্যাংক। এ ঘটনার কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top