রাজশাহী বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সাত সকালে সড়কে ঝরলো ৮ প্রাণ


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫০

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৩:০৪

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলার রশিদপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাত যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাতটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান, এনা পরিবহনের চালক মঞ্জু, সুপারভাইজার সালমান ও স্টাফ জাহাঙ্গীর। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এনা পরিবহনের স্টাফ জায়েদ আহমদ জানান, সংঘর্ষে এনা পরিবহনের চালক, সুপারভাইজার ও একজন স্টাফ নিহত হয়েছেন। তাদের বাড়ি শেরপুর জেলায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রশিদপুর এলাকার একটি কালভার্টের ওপরে এ দুর্ঘটনা ঘটেছে। লন্ডন এক্সপ্রেস ঢাকা ও এনা বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। তবে লন্ডন এক্সপ্রেস বাসটি সড়কের ঠিক মাঝখান দিয়ে দ্রুতগতিতে চলছিল। আর এতেই ঘটে দুর্ঘটনা।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন। তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল পাঠানো হয়েছে।

সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল ঢাকা পোস্টকে বলেন, আহতদের মধ্যে হাসপাতালে আসার পর তিনজন মারা গেছেন। এদিকে দুর্ঘটনার কারণে বাস দুটি উদ্ধারের কাজ চলছে। বাস দুটি সড়কের মাঝখানে থাকায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

তথ্যসূত্র: ঢাকাপোস্ট 

আরপি / এমবি-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top