পত্নীতলার চকশ্রীপুর স্কুলের সভাপতি বাবু

নওগাঁর পত্নীতলার চকশ্রীপুর আবেদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের টানা দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আল আমিন মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লি: এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য আলহাজ্ব মো: আলিম আর রাজি ( বাবু )।
মঙ্গলবার ( ১৯ জুলাই ) সকাল ১০ টায় চকশ্রীপুর আবেদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদন্দিতা করেন আলহাজ্ব আলিম আর রাজি ( বাবু ) ও মাহবুব আলম। উক্ত নির্বাচনে ০৯ সদস্য মধ্যে ০৯ টি ভোট পেয়ে টানা দ্বিতীয় বারের মতো বিজয় লাভ করেন আলহাজ্ব আলিম আর রাজি ( বাবু )।
বিষয়: নওগাঁ
আপনার মূল্যবান মতামত দিন: