৫ নভেম্বর: ইতিহাসের এই দিনে
আজ ০৫ নভেম্বর ২০২৩, রোববার, ২০ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ঘটনাবলি:
১৫৫৬- পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘল সম্রাট আকবরের বাহিনীর হাতে হেমু পরাস্ত হন।
১৭৯৫- বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।
১৯০২- গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।
১৯৪৫- কলম্বিয়া জাতিসংঘে যোগদান করে।
১৯৯৬- পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি বেনজির ভুট্টোর সরকারকে বরখাস্ত করেন এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন।
আরও পড়ুন: ত্বকের মৃতকোষ দূর করবে মসুর ডাল!
জন্ম:
১৮৮৭- স্বদেশী আন্দোলনের প্রথম যুগের রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা ও বিপ্লবী বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়।
১৮৮৮- লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী।
১৮৯২- ব্রিটিশ-ভারতীয় বিজ্ঞানী জে বি এস হ্যালডেন।
১৯০৫- বাংলা ও হিন্দি চলচ্চিত্রের প্রথম দিকের সফল অভিনেতা ধীরাজ ভট্টাচার্য।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
তিনি স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা। তার সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয়কারী উকিল ছিলেন তিনি। তা সত্ত্বেও তিনি তার সম্পদ অকাতরে সাহায্যপ্রার্থীদের মাঝে বিলিয়ে দিয়ে দিতেন। একারণে ‘দেশবন্ধু’ নামে বাংলার ইতিহাসে সুপরিচিত হয়ে আছেন তিনি। ১৮৭০ সালের ৫ নভেম্বর বিক্রমপুরের(বর্তমান বাংলাদেশের মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার) তেলিরবাগ গ্রামে জন্ম তার। তিনি বাংলার বহু রাজনৈতিক নেতার রাজনৈতিক গুরু। তাদের মধ্যে সুভাষচন্দ্র বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, জ্যোতিন্দ্রমোহন সেনগুপ্ত উল্লেখযোগ্য। ১৯২৫ সালের ১৬ জুন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে শোকার্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেন, ‘এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান।’
মৃত্যু:
১৮৭৯- স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল।
১৯৭৪- বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব অহীন্দ্র চৌধুরী।
২০১১- সংগীত শিল্পী ভূপেন হাজারিকা।
২০১২- বাঙালি যাত্রাশিল্পী যাত্রাসম্রাট শান্তিগোপাল পাল।
আরপি/এসআর-১২
বিষয়: ৫ নভেম্বর ইতিহাসের এই দিনে
আপনার মূল্যবান মতামত দিন: