রাজশাহী মঙ্গলবার, ১৮ই মার্চ ২০২৫, ৪ঠা চৈত্র ১৪৩১


আজিজুল হাকিমের কবিতা: একুশের চেতনা


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১০

আপডেট:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৭

রাজশাহী পোস্ট

একুশের চেতনা

মোঃ আজিজুল হাকিম

শঙ্খচিল ডানায়
অক্ষরের গুড়ো রক্ত কার
রক্তিম গহ্বরে
নিদারুণ স্বরলিপির কঙ্কাল গল্প কার
প্রত্যুষ্যের কাঁধে ঝুলন্ত সূর্য লাল,
যেখানে পা হলো বর্ণ বাণ।

অমর একুশে,
রক্তে সিক্ত স্মৃতির বিস্ময়ে।
অজস্র স্বপ্ন,
ছায়ামন্ডিত রাত্রির চিরায়িত উৎসবে।
স্বপ্নের আকাশ
ঝড়ে পড়া নক্ষত্রের অমৃত বর্ষণে।

জ্যোৎস্না আলো,
বসে মোদের বেদনার বেদিতে।
সিপাহী দৃশ্য,
যেন অমল কুসুম প্রীতিতে।
সজ্জিত শবে,
আকাশ বাতাস নিদ্রিত ধ্বনির কম্পনে।
রক্ত অঞ্জলি,
আঁকলে বসে পবিত্র ভাষার বন্ধনে।

স্মৃতিময় মসনদে,
স্বপ্ন প্রত্যাশার উন্মুক্ত সাগরে।
স্বধিকার শব্দের সূর্য কিরণে
লিখেছো এক অদৃশ্য মরণে
আদি কালের অগ্নি দর্শনে
স্বপত্য নক্ষত্রের আধার ছাড়িয়েছো
অমল জ্যোতির যতনে।
ভাষার জন্য কেঁদেছিলে
ত্যাগ মহিমার সাগরে
তোমা হৃদয় কাব্য বাহি
রক্তজলে সাদরে।

মিশে আছো অন্তিম সাহসে
অশ্রুসিক্ত বাঁধানো অক্ষরে
মাতৃবুকে লালিত চিত্রে
নদীর গর্ভে লুকায়িত শিকড়ে
সূর্যাস্তের রাত্রির গভীর নীড়ে
নক্ষত্র মন্ডলীর সনাতনী মিছিলে।

বুক গভীরে নিঃশব্দ নদী প্রবাহী
নিবিড়ে বয়ে বেদনায় জীবন তরী।
কৃষ্ণ শিলায় জমানো ঈষৎ কালি
লেখে মহাযাত্রার এক তিলক ফালি
পদ্য গর্ভে ব্যাকরণের রক্তিম ছায়া
একুশের অনির্বাচীয় ভাষায় মায়া

জন কবরে জন্ম অশ্রুভাষা
অক্ষর চিন্তাসুরে ওষ্ঠে ঠাসা।
বাক্যে শাসন শাসকের শব্দে ভরা
বৈচিত্রের আলাদা তটে,
কল্পে আকাঙ্খার তীব্র ধারা।

ভাষার মর্যাদা যাদের অস্তিত্বে নিবেদিত
বর্ণে তন্ত্রে তাদের আত্মার বিস্তৃত চিত্র
মৃত্যুঞ্জয় তাদের জীবনের প্রথম পদ্য
এই যেন স্বাধীন সত্তার প্রথম সত্য।

 

               শিক্ষার্থী, রাজশাহী কলেজ, রাজশাহী



আপনার মূল্যবান মতামত দিন:

Top