রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


ভালোবাসা দিবসে হিরো আলমের “গার্লফ্রেন্ড দেনা রে”


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৩

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৭:০৪

সংগৃহীত

মিউজিক ভিডিওর মডেল ও নায়ক পরিচয় ছাপিয়ে হিরো আলম এখন পুরোদস্তুর “গায়ক”। আলোচিত সব ইস্যু ও দিবসকে কেন্দ্র করে গান গেয়ে চলেছেন হিরো আলম। কোনো আলোচনা বা সমালোচনা গায়ে মাখছেন না তিনি। অনেকটা পাত্তা না দিয়েই নিজের সঙ্গীত ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন হিরো আলম।

এবার ভালোবাসা দিবস উপলক্ষে একাধিক গান গেয়েছেন তিনি। ১২ ফেব্রুয়ারি 'এলো ।ভ্যালেন্টাইন্স ডে' শিরোনামের একটি গান প্রকাশ করেছেন হিরো আলম। এরইমধ্যে গানটি শোনা হয়েছেন ৪১ হাজারের বেশি বার। গানটির লিরিক্স, টিউন ও মিউজিকে ছিলেন মম রহমান। আজ ১৩ ফেব্রুয়ারি আরেকটি গান প্রকাশ করেছেন হিরো আলম। গানের শিরোনাম “গার্লফ্রেন্ড দেনা রে”।

গানটি শোনার পর অনেকেই হিরো আলমের সমালোচনা করেছেন। আবার নানা মজার কমেন্টও করেছেন। একজন লিখেছেন, “হিরো আলম ডে” চাই এবং এটা জাতীয়ভাবে পালন করতে চাই।

আরেকজন লিখেছেন, 'হিরো আলম তুমিই সেরা'। এক শ্রোতা হিরো আলমের গানকে 'বর্ষসেরা গান' হিসেবে আখ্যা দিয়েছেন।

আরপি / এমবি-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top