রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


নোভার নতুন যাত্রা


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৭

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৫:২৯

ছবি: সংগৃহীত

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নোভা ফিরোজ। দীর্ঘদিন টানা কাজ করেছেন বিজ্ঞাপন, নাটক ও টেলিফিল্মে। এখন আগের মতো নিয়মিত কাজ না করলেও দর্শকের কাছে তার আবেদন ফুরিয়ে যায়নি।

তাই তো নতুন যাত্রা শুরু করেছেন এ অভিনেত্রী। প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। রনি ভৌমিক পরিচালিত ‘মৃধা ভার্সেস মৃধা’ সিনেমায় দেখা যাবে তাকে। এমনটাই জানিয়েছেন নোভা।

তিনি বলেন, যখন নিয়মিত কাজ করতাম তখনও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসত। ব্যাটে বলে মেলেনি বলে করা হয়নি। অবশেষে চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে রাজি হলাম। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে।

সিনেমাটির নির্মাতা রনি ভৌমিক জানান, সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প দেখানো হবে ‘মৃধা ভার্সেস মৃধা’ সিনেমায়। পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হবে। সিনেমায় নোভার বিপরীতে থাকবেন সিয়াম আহমেদ। এছাড়া আরও অভিনয় করবেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজীদা প্রীতিসহ অনেকে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top