থার্টিফার্স্টে রিলিজ হবে মীমের “বেসামাল “

কণ্ঠশিল্পী তাসনীম মীমের নতুন মৌলিক গান রিলিজ হবে থার্টিফার্স্ট নাইটে। বেসামাল শিরোনামে গানটির সুর করেছেন জনপ্রিয় সুরকার এফ এ প্রীতম। গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর এবং সংগীত আয়োজন করেছেন এম এ রহমান।
গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেন রাজু আহমেদ। মডেল হিসাবে কাজ করেন জনপ্রিয় মডেল আসিফুর রহমান এবং জান্নাতুল।
গানটি সম্পর্কে মীম বলেন, হুট করেই গানটির প্লান করেছিলাম। প্রিতমের সুরে গাইতে ভালো লাগে। আশা করি সবার ভালো লাগবে।
এর আগে মীমের ২ টি গান রিলিজ হয়েছে। বেশ প্রশংসা কুড়িয়েছেন সংগীত জীবনে। সুরের যাদুতে মাতিয়ে রাখেন সবাইকে। সামনে গান নিয়ে আরো কিছু পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: