রাজশাহী বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


অভিনেত্রী রুমানা মা হতে চলেছেন


প্রকাশিত:
১০ অক্টোবর ২০১৯ ০১:২৩

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ০০:০১

 ছবি: অভিনেত্রী রুমানা

আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে মডেল-অভিনেত্রী রুমানা প্রথমবারের মতো মা হতে চলেছেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী এই তারকা মডেল জানান, ‘এটা তাদের জন্য খুবই খুশির সংবাদ।তিনি কন্যাসন্তানের মা হতে চলেছেন। তারা এখন নতুন অতিথির জন্য অপেক্ষা করছে বলেও জানান তিনি।’

ঢাকার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী এলিন রহমানের সাথে ২০১৫ সালের ৮ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে রুমানার বিয়ে হয়।তবে সেটি রুমানার তৃতীয় বিয়ে হলেও এলিন রহমানের দ্বিতীয় বিয়ে।তারা যৌথভাবে আমেরিকায় থাকছেন।

উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের সাথে রুমানার প্রথম বিয়ে হয়। পরে সে বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে হয় ব্যবসায়ী সাজ্জাদের সাথে। ভেঙে যায় সেটিও।এরপর ২০১৫ সালের ৮ আগস্ট থেকে এলিনের সাথে তার সংসার চলছে।

রুমানা অ্যারোমেটিক সাবানের বিজ্ঞাপনে অভিনয় করে ক্যারিয়ারের শুরুতেই তুমুল জনপ্রিয়তা পান। নিয়মিত নাটক-চলচ্চিত্রেও কাজ করেন।তবে দীর্ঘদিন ঢাকার মিডিয়া ছেড়ে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।‌‌


আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top