রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


আমি করোনাক্রান্ত নই, আবেগ থেকে পোস্ট দিয়েছি: তৌসিফ


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২০ ১৬:০৮

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ২০:৩৩

ছবি: সংগৃহীত

অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে ‘করোনা পজিটিভ’ পোস্ট দেওয়ার দেড় ঘণ্টার মাথায় আউটডোর শুটিং! আর ২৪ ঘণ্টার মধ্যে জানালেন, তিনি করোনায় আক্রান্ত নন!

বুধবার (২ ডিসেম্বর) করোনা টেস্টের ফল হাতে পেয়েছেন। যা নেগেটিভ এসেছে! তবে জানান, তার স্ত্রী এখনও করোনা পজিটিভ। অথচ মঙ্গলবার নিজের পেজ থেকে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন সেই আশা করি। করোনায় শুধু বউ নয়, বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।’

এমন পোস্ট প্রকাশের দেড় ঘণ্টার মাথায় তৌসিফকে দেখা যায় কারওয়ান বাজারের বিভিন্ন স্থানে আউটডোর শুটিংয়ে ব্যস্ত সময় পার করতে! আর এই বিষয়টি নিয়ে নাট্যাঙ্গনে শুরু হয় তুমুল সমালোচনা। এমনকি নাটক সংশ্লিষ্ট সংগঠনের নেতারা এমন ঘটনায় বিব্রত হওয়ার কথা জানান গণমাধ্যমে।

এদিকে বুধবার (২ ডিসেম্বর) সারা দিন চেষ্টা করার পর সন্ধ্যায় পাওয়া গেছে তৌসিফের আত্মপক্ষ সমর্থন। তিনি বলেন, ‌‘গত ১০ দিন আগে আমার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছে। কারও কথা না শুনে আমি পাশে থেকেই ওর সেবা করেছি এবং ৯ দিন নিজেকে আইসোলেশনে রেখেছি। তাই ধরেই নিয়েছিলাম আমি হয়তো করোনায় আক্রান্ত। আবেগ থেকেই পোস্টটি দিয়েছি। তৌসিফ জানান, আজকেই (বুধবার) তার করোনার ফল নেগেটিভ এসেছে!

এদিকে ফেসবুক পোস্ট দিয়ে রাফাত মজুমদার রিংকু নামের এক পরিচালকের নাটকের শুটিং করেছেন এ অভিনেতা। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘নাটকটির কয়েকটি দৃশ্যের শিডিউল দেওয়া ছিল। যেহেতু আমার করোনার উপসর্গ ছিল না, তাছাড়া চিকিৎসকও বলেছিলেন আমি সুস্থ। তাই দায়িত্ববোধের জায়গা থেকে শুটিংয়ে অংশ নিই! আর শুটিংটা ছিল কারওয়ান বাজার রেললাইনের ওপর। যেখানে শিল্পী হিসেবে আমি একাই ছিলাম!’

যদিও প্রত্যক্ষদর্শীদের মন্তব্য, মঙ্গলবার সন্ধ্যায় পুরো কারওয়ান বাজারজুড়েই তৌসিফ ও তার শুটিং ইউনিট কাজ করেছে শতাধিক মানুষের জটলা উপেক্ষা করে। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top