বাবা-মায়ের মত দেখত হুবহু ইব্রাহিম, অমৃতার সারা

তারকা সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান পতৌদির বয়স মাত্র ১৮ বছর। এই তারকাপুত্র দেখতে হয়েছেন হুবহু তার বাবার মতো। অনেকেই বলছেন একেবারে বাবার ‘কার্বন কপি’ হয়েছেন তিনি। আর সারা আলি খান হয়েছেন হুবহু তার মা অমৃতা সিংয়ের মতো।
সাইফ আলি ছেলে না বলে ছোট সংস্করণ বললেও ভুল হবে না ইব্রাহিমকে । সম্প্রতি পিতা-পুত্রের তুলনামূলক একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তারপর থেকেই তাকে ঘিরেই পিতা-পুত্রের এই সাদৃশ্য আলোচনায় এসেছে।
ইব্রাহিমের বর্তমান রূপের পাশাপাশি সাইফ আলি খানের তরুণ বয়সের চেহারার কোলাজ করা ছবিটি ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে। আর ছবিটি দেখে সবাই নির্দ্বিধায় স্বীকার করছেন, ডিএনএ টেস্টের কোনো দরকার নেই। ইব্রাহিম তার বাবার একেবারেই কার্বন কপি।
অন্যদিকে আবার কেউ কেউ বলছেন, সারা আলি খানও নাকি তার মা অমৃতা সিংয়ের কার্বন কপি। এক্ষেত্রেও ডিএনএ টেস্টের কোনো দরকার নেই।
বর্তমানে সাইফ আলি খান তার ‘লাল কপ্তান’ সিনেমার প্রচারণায় ব্যস্ত। সিনেমাটি চলতি বছরের ১৮ অক্টোবর মুক্তি পাবে। সম্প্রতি সাইফ অভিনীত ‘সেক্রেড গেমস’ দারুণ সাফল্য পেয়েছে।
আরপি/ডিজে
আপনার মূল্যবান মতামত দিন: