রাজশাহী বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২


বিয়ের খবরে বিব্রত তিশা


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২০ ১০:২০

আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ১৫:৫৮

ছবি: সংগৃহিত

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হলেও বর্তমানে ব্যস্ত ছোটপর্দায়। সম্প্রতি ‘আগষ্ট ১৪’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনা-সমালোচনায় ছিলেন তিনি। এবার বিয়ের খবরে নতুন করে আলোচনায় এ অভিনেত্রী।

তার বিয়ে নিয়ে সম্প্রতি দেশীয় একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। আবার একা থাকতে থাকতেও ক্লান্ত। তার ভাষায়, ‘বিয়ে করব এটা নিয়ে তো লুকানোর কিছু নেই। বিয়ে তো একটা সময় করতেই হবে। সেটা এই মুহূর্তে না। বিয়ের জন্য একটু সময় নিতে চাই। আগে বিয়ে করে যে পরিমাণ কষ্ট পেয়েছি, এখন আর সাহস পাই না। তাছাড়া বিশ্বাস করার মতো কাউকে পাচ্ছি না।’

খবরটি প্রকাশের পর ১৮ নভেম্বর (বুধবার) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী। লিখেছেন, ‘বিয়ে নিয়ে চিন্তা ভাবনার আসে পাশেও আমি নাই। প্রকাশিত সংবাদে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমাকে বার্তা পাঠানো বন্ধ করুন।’

স্ট্যাটাসের সূত্র ধরে বুধবার দুপুরে সময় নিউজের আলাপ হয় এ অভিনেত্রীর সঙ্গে। প্রকাশিত সংবাদ এবং স্ট্যাটাস প্রসঙ্গে জানতে চাইলে সময় নিউজকে তিনি বলেন, ‘ব্রিবতকর পরিস্থিতিতে পড়েছি। আমি জীবনেও বিয়ে করব না। বিয়ে-সন্তান নিয়ে আমি আসলে পাবলিকলি কিছু জানাতে চাই না।

কারণ, মানুষের কমেন্টসগুলোর কারণে নেতিবাচক প্রভাব পড়ে পরিবারে। তাছাড়া আমার বাচ্চারাও এখন বড় হচ্ছে। আমার ক্লোজ ফ্রেন্ড বা মিডিয়ার পরিচিত যারা আছেন তারা সবাই আমার এ ব্যাপারটা জানেন। নিউজ করে এখন আর জানানোর কিছু নেই।’

তিশা আরও বলেন, ‘আমি অনেক বিব্রত। কারণ, বিয়ে-শাদীর চিন্তা ভাবনা এখন একেবারেই করছি না, করিও নাই। গত দুই বছর ধরে আমি সিঙ্গেল মাদার। একা থাকছি আমার মেয়েকে নিয়ে। ছেলে ওর বাবার কাছেই থাকে। আমি এখন কাজের প্রতি অনেক ফোকাসড। শুধুমাত্র কাজ নিয়ে এখন চিন্তাভাবনা। সেই জায়গা থেকে অপ্রয়োজনীয় ঝামেলা একেবারেই চাচ্ছি না।’
২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ফারজানুল হককে ভালোবেসে বিয়ে করেন তাসনুভা তিশা। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করেন বিয়ের খবর। পরে, নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় ২০১৮ সালের ২১ মে বিচ্ছেদ হয় তাদের।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top