রাজশাহী বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২


হাওয়াই চলচ্চিত্র উৎসবে জয়ার সিনেমা


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২০ ১২:১৯

আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ১৫:৫৫

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের অংশ হনলুলু। এখানে হতে যাচ্ছে হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪০তম আসরের।
এবারের আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সিনেমা। এটি অবশ্য তার অভিনীত কলকাতার সিনেমা। নাম ‘বিনি সুতোয়’।


জয়া আহসান নিশ্চিত করে বলেন, ২০১৯ সালে মুক্তি পাওয়া আলোচিত এই ছবিটি হাওয়াই উৎসবে অফিসিয়ালি চূড়ান্ত হয়েছে।


জয়া আহসান বলেন, 'খুব ভালো লাগছে খবরটি জানাতে পেরে৷ বেশ জনপ্রিয় এই উৎসবে ভারতের একমাত্র ছবি হিসেবে চূড়ান্ত হলো 'বিনি সুতোয়'।'


ছবির পরিচালক ও টিমের প্রতি কৃতজ্ঞতাও জানান জয়া চমৎকার গল্পের দারুণ একটি চরিত্রে কাজের সুযোগ দেয়ার জন্য।
কলকাতার নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top