রাজশাহী শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


দীর্ঘদিন পর ফিরলেন চিত্রনায়িকা পলি


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২০ ১৬:৫৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:১১

ছবি: সংগৃহীত

নব্বই দশকের শেষ দিকে ঢাকাই চলচ্চিত্রে চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন পলি। ঢালিউডে সমসাময়িক প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

এই তালিকায় রয়েছেন মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদীসহ আরও অনেকেই। কাজ করেছেন প্রায় শতাধিক সিনেমায়। তিনি বেশ কয়েক বছর ধরেই পর্দায় নেই।

সংসার এবং ব্যবসা নিয়ে দিনরাত চলে যাচ্ছে এক সময়ের এই জনপ্রিয় চিত্রনায়িকার। মাঝে মধ্যে দেখা যায় তাকে এফডিসি ও টিভি চ্যানেলের নানা অনুষ্ঠানে।

গত কয়েক মাস ধরে কোথাও নেই। করোনার প্রাদুর্ভাব শুরু হতেই বাসায় অবস্থান নিয়েছেন পলি। সেই গৃহবন্দি জীবন থেকে বেরিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এটিএন বাংলার মর্নিং শো ‘চায়ের চুমুকে’র নতুন পর্বের অথিতি হিসেবে দেখা যাবে তাকে।

এ অনুষ্ঠান নিয়ে পলি গণমাধ্যমকে বলেন, ‘অস্থির সময়ে একটু মন খুলে সময় কাটানো গেল। খুব ভালো আড্ডা হয়েছে এটিএন বাংলায় গিয়ে। অনেক জানা-অজানা অনেক গল্প বলেছি। তাছাড়া নিজের ব্যস্ততা টুকিটাকি বিষয় নিয়েও অনেক আলাপ হলো।’

পলি বলেন, ‘এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ভাইয়ের সঙ্গেও অনেকক্ষণ আড্ডা-গল্প হলো। তিনি তিনটি সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন শিগগিরই। একটির মধ্যে আমাকেও রাখবেন। যদিও এখন পর্যন্ত কাগজ কলমে কিছুই হয়নি। দেখা যাক কী হয়।’

চায়ের চুমুকে অনুষ্ঠানটি প্রযোজনা করেন মোস্তাক এইচ মাসুক। তিনি জানান, চলতি সপ্তাহেই এটি প্রচার হবে।

 

আরপি / এমবি-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top