রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


এবার নতুন আরও এক কলেজের মেধা তালিকায় সানি লিওন!


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২০ ১৮:১৯

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০১:২৮

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার স্বনামধন্য আশুতোষ কলেজের পর এবার পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজ। দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজের ২০২০-২১ বর্ষের ইংলিশ অনার্সের মেধা তালিকায় এবার দেখা গেল সানি লিওনের নাম।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজের ২০২০-২১ বর্ষের ইংলিশ অনার্সের মেধা তালিকা প্রকাশিত হয়। তালিকা প্রকাশিত হতেই দেখা যায়, তালিকার ১৫১ নম্বর সিরিয়ালে রয়েছে সানি লিওনের নাম। তবে এই তালিকা কলেজে টাঙানো নেই। কলেজের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল।

এ বিষয়ে কলেজের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। কলেজের গেট তালা বন্ধ ছিল।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) আশুতোষ কলেজে ইংরেজির যে মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে, তাতে সবার প্রথমে ছিল সানি লিওনের নাম। ওই মেরিট লিস্ট প্রকাশ পেতেই হইচই পড়ে যায়।

আশুতোষ কলেজ কর্তৃপক্ষ অবশ্য বলছে, কেউ বা কারা ইচ্ছে করে এমন কাজ করেছে। আসলে অনলাইন ফর্ম ফিলআপের সময় কারও নাম যাচাই করা হয়নি। পুরোটাই সিস্টেম জেনারেটেড।

অনলাইন ফর্মের জন্য কোনও দামও ধার্য করা হয়নি। তাই এসব ভুলভাল নামে ফর্ম জমা করেছে কেউ বা কারা। এদিকে, মেধা তালিকার শীর্ষে সানি লিওনের নাম প্রকাশ পেতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট প্রকাশের সময়ও একবার একই ব্যাপার দেখা গিয়েছিল।

 

আরপি /এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top