আইসিইউতে সানাই

দেশের আলোচিত-সমালোচিত মডেল সানাই মাহবুব করোনা নিয়ে আইসিইউতে আছেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।
শুক্রবার দুপুর সোয়া ১২ টায় সানাইয়ের বড় ভাবি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, করোনার লক্ষণে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালেই নেয়া হয়।
জানা গেছে, গলাব্যথা ও কাশির সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে সানাইয়ের। শরীরও বেশ দুর্বল ছিলো।
আরপি/আআ-০১
বিষয়: মডেল সানাই মাহবুব আইসিইউ করোনা দুর্বল
আপনার মূল্যবান মতামত দিন: