রাজশাহী বৃহঃস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫, ২৮শে চৈত্র ১৪৩১


মৃত্যুর চার বছর পর মুক্তির মিছিলে দিতির সিনেমা


প্রকাশিত:
২৫ জুন ২০২০ ২১:৪৪

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ১৩:০৪

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার তিলোত্তমা নায়িকা হিসেবে সমাদৃত ছিলেন দিতি। যার পুরো নাম পারভীন সুলতানা দিতি। ২০১৬ সালের ২০ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর চার বছর পর মুক্তির মিছিলে যোগ দিচ্ছে এই অভিনেত্রীর সিনেমা। আগামী সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়ছে ‘এ দেশ তোমার আমার’ নামের ছবিটি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দিতি। বলা যেতে পারে এটাই তার অভিনীত শেষ সিনেমা।

এ ছবির পরিচালক এফ আই মানিক। তিনি জানান, অনেকদিন ধরেই ছবিটি সংকটের মুখে ছিলো। অবশেষে সবকিছু গুছিয়ে এনেছি। আগামী সপ্তাহে সেন্সরে পাঠানোর প্রস্তুতি নিয়েছি। ইচ্ছে আছে করোনা শেষে দেশের সিনেমা হল চালু হলেই ছবিটি মুক্তি দেবো।'

ছবিতে দিতির অভিনয় প্রসঙ্গে পরিচালক বলেন, 'এই ছবিতে দিতির চরিত্রটি দারুণ। দর্শক ছবিটি দেখলে নতুন করে উপলব্ধি করবেন কতো শক্তিশালী অভিনেত্রী ছিলেন দিতি।’

দিতি মারা যাওয়ার কয়েক মাস আগে ছবিটির শুটিং শেষ হয়। তখন এটি ৩৫ মিলিমিটারে শুট হয়েছিল। সেটিকে আবার ডিজিটালে ট্রান্সফার করা হয়। মূলত, এসব কারণেই ছবিটি শেষ করতে সময় লেগেছে।

 

আরপি/ডিজে


বিষয়: দিতি


আপনার মূল্যবান মতামত দিন:

Top