চলে গেলেন চিত্রনায়ক রানা হামিদ

চলে গেলেন চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক রানা হামিদ। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়েছে। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক সোহানুর রহমান সোহান ও চিত্রনায়ক জায়েদ খান।
জায়েদ খান জানান, রোববার তার মরদেহ জন্মস্থান নেত্রকোনায় নেয়া হবে। আজই সেখানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
‘গ্যাং লিডার’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এ অভিনেতা ‘মা মাটি দেশ’, ‘সবার ওপরে প্রেম’র মতো বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) পরিচালকের দায়িত্বও পালন করেছেন। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যও ছিলেন তিনি। রানা হামিদ চলচ্চিত্র শিল্পী সমিতিরও একজন সদস্য ছিলেন।
আরপি/এমএএইচ
বিষয়: রানা হামিদ চিত্রনায়ক
আপনার মূল্যবান মতামত দিন: