রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


তাল মিলিয়ে নাচলেন গৃহবন্দী মনামি


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২০ ১৭:১৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৬

 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে লকডাউন চলছে। এর ফলে বন্ধ শুটিং। তাই আপাতত ঘরে বসে পরিবারের সঙ্গেই দিন কাটছে তারকাদের।
তবে এই অবসরে বাড়িতে বসে কেউ রান্নার ভিডিও আপলোড করছেন, কেউ আবার সময় কাটাচ্ছেন শরীর চর্চা করে। অনেকে আবার টিকটকেও মন দিয়েছেন। সেই তালিকা থেকে বাদ পড়লেন না টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষও।
মনামি এবার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে মন খুলে নাচতে দেখা যাচ্ছে তাকে। ঐশ্বরিয়ার তাল সে তাল মিলা-র ছন্দে এবার নাচলেন মনামি।
নিজের সোশ্যাল সাইটে সেই ভিডিও ছোট্ট করে শেয়ারও করেন তিনি। তবে ভক্তদের নিরাশ করেননি এই অভিনেত্রী। ইউটিউবে পুরো ভিডিও আপলোড করেছেন তিনি। মনামির নাচ দেখে যেমন খুশি তার গুণমুগ্ধরা, তেমনি তার সহকর্মীরাও ভালবাসা জানিয়েছেন অভিনেত্রীকে। এই লকডাউনে ইচ্ছা থাকলে কীভাবে বাড়িতেই সেট তৈরি করে নিজের শিল্পসৃষ্টিকে বাঁচিয়ে রাখা যেতে পারে মনামি তা দেখিয়ে দিলেন। এই লকডাউনে ভক্তদের জন্য তিনি বেশ কয়েকটি নাচের ভিডিও উপহার দিয়েছেন। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি যে একজন দক্ষ নৃত্যশিল্পীও, সেটাই দেখিয়ে দিলেন ‘ইরাবতী’।

                             

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top