রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


করোনায় আক্রান্ত হলিউড সুপারস্টার ইদ্রিস এলবা


প্রকাশিত:
১৮ মার্চ ২০২০ ০১:৩৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৯:২৭

ছবি:সংগৃহিত

এবার করোনায় আক্রান্ত হয়েছেন হলিউড সুপারস্টার ইদ্রিস এলবা। জনপ্রিয় এই অভিনেতা নিজেই টুইট করে জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন দ্য ডার্ক টাওয়ার ও ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসখ্যাত এই অভিনেতা।

ইদ্রিস জানান, বেশ কিছুদিন থেকে শরীর নিয়ে অস্বস্তি হচ্ছিল তার। এরপর করোনা পরীক্ষা করে জানতে পারেন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। তার কাছ থেকে যেন ভাইরাস আর না ছড়ায়, সে কারণে সবার থেকে আলাদা থাকছেন ইদ্রিস এলবা।

এ অভিনেতা বলেন, ‘কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলে, আতঙ্কিত হবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে, এ রোগ থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব। নিজেকে পরিষ্কার রাখুন, সময় মতো হাত পরিষ্কার করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।’

উল্লেখ্য, ইদ্রিস এলবার আগে হলিস্টার টম হ্যাঙ্কস ও তার অভিনেত্রী স্ত্রী রিটা উইলসনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আরও শোনা গেছে, জেমস বন্ডের নায়িকা ওলহা কোরেল্যাঙ্কো করোনা আক্রান্ত হওয়ার খবর।

 

আরপি/ডিজে



আপনার মূল্যবান মতামত দিন:

Top