বাপ্পা মজুমদার কন্যা সন্তানের বাবা হলেন

জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক বাপ্পা মজুমদার বাবা হয়েছেন। তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন বুধবার সকাল সা্ড়ে দশটার দিকে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
তিনি জানান, রাজধানীর স্কয়ার হাসপাতালে তার স্ত্রী তানিয়া হোসাইনের কোলজুড়ে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
জন্মের আগে থেকেই আদরের মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন বাপ্পা-তানিয়া দম্পতি। পারিবারিকভাবে নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।
অন্যদিকে বাপ্পা মজুমদারের বন্ধু মহলে তার মেয়ের নাম পরী নির্ধারণ করা হয়েছে তার বিখ্যাত পরী গানের নাম অনুসারে। বাপ্পা তার কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
আরপি/এমএএইচ
বিষয়: বাপ্পা মজুমদার কন্যা সন্তান বাবা
আপনার মূল্যবান মতামত দিন: