এবার ওটিটি প্ল্যাটফর্মে অনন্ত-বর্ষা

ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত-বর্ষা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘কিল হিম’। তাদের এ সিনেমা এবার দেশি ওটিটি প্ল্যাটফর্মে। আগামী মাসের ১২ তারিখে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, দেশের বাইরের বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটি নিতে চেয়েছিল। আমি রাজি হইনি। কিন্তু আমাদের দেশি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে চুক্তিবদ্ধ হয়েছি। কয়েকদিনের মধ্যে আমরা এ ব্যাপারে বিস্তারিত জানাবো।
‘কিল হিম’ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন অনন্ত জলিল। সুনাম মুভিজের ব্যানারে নির্মিত ও মো. ইকবালের পরিচালনায় এ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও আছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: