রাজশাহী সোমবার, ৪ঠা নভেম্বর ২০২৪, ২০শে কার্তিক ১৪৩১


বিপিএল মাতাতে ঢাকায় আসছেন সালমান-ক্যাটরিনা


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০১৯ ০৭:১০

আপডেট:
৮ ডিসেম্বর ২০১৯ ০৭:১৮

সালমান-ক্যাটরিনা

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। রোববার দুপুরের পরই পর্দা উন্মোচন হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলিউড সুপারস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ মাতাবেন উদ্বোধনী অনুষ্ঠান। এ নিয়েই এখন মেতে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

বিপিএলের উদ্বোধনের সেরা আকর্ষণ সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। তাদের এক নজর দেখা কিংবা পুরো উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য উম্মুখ হয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।

সালমান খান আর ক্যাটরিনা কাইফ কখন আসবেন ঢাকায়, কখন মঞ্চে উঠবেন- এসবও জানার জন্য তুমুল আগ্রহ। সে আগ্রহ মেটাতেই সাংবাদিকরা বিপিএল কর্মকর্তাদের কাছ থেকে জেনে নিয়েছে সালমান-ক্যাটরিনার ঢাকায় আগমনের সূচি।

রোববার সকাল সাড়ে ৮টায় একটি চাটার্ড ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছাবেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। দু’জনই একসঙ্গে একই বিমানে আসছেন ঢাকায়। বিকাল ৪টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সূচি অনুযায়ীই বিপিএল উদ্বোধন মাতাতে মঞ্চে উঠবেন সালমান আর ক্যাটরিনা।

সালমান-ক্যাটরিনা রোববার সকালে ঢাকা আসলেও আজ (শনিবার) দুপুরেই পৌঁছে গেছেন বলিউডের সঙ্গীতশিল্পী কৈলাস খের। আগামীকাল দুপুর সোয়া দুইটায় ঢাকায় এসে পৌঁছাবেন আরেক সঙ্গীতশিল্পী সনু নিগম।

 

আরপি/এএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top