রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১


শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৩ ১৮:০২

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ০৪:০৯

ছবি: সংগৃহীত

বাংলা নতুন বছরের প্রথম দিনটা অশুভভাবে শুরু হলো টেলিপাড়ার। নামকরা স্টুডিও ভারতলক্ষ্মীতে এ দিন হঠাৎ করেই ঘটে যায় আগুন লাগার মতো দুর্ঘটনা। ‘মিঠাই’ সিরিয়ালের ফ্লোরের ঠিক সামনেই জ্বলতে থাকে লেলিহান শিখা। একটুর জন্য রক্ষা পায় সমগ্র স্টুডিও তথা কলাকুশলীরা।

বহু নামকরা সিরিয়ালের শুটিং হয় ভারতলক্ষ্মী স্টুডিওতে। তার মধ্যে অন্যতম জি-বাংলার ‘মিঠাই’ ও ‘রাঙা বউ’। প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশেই এই ভারতলক্ষ্মী স্টুডিও। রোববার স্টুডিও তথা শুটিং বন্ধ থাকবে বলে শনিবার একটু রাত পর্যন্তই শুটিং চলছিল বলে খবর। হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা স্টুডিওতে।

জানা যাচ্ছে, স্টুডিওর পার্কিং এলাকার পাশে গোডাউনে শর্ট সার্কিট থেকে ধরে যায় আগুন। খুব কম সময়েই তা ছড়িয়ে পড়ে স্টুডিওর একাংশে। ‘মিঠাই’র ফ্লোরের ঠিক সামনেই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। তবে সৌভাগ্যবশত, বাংলা নতুন বছর হওয়ার দরুন স্টুডিও অন্যদিনের তুলনায় ফাকা ছিল। উপরন্তু আগুন লাগার পরপরই খোঁজ পেয়ে হাজির হয়ে যায় ফায়ার সার্ভিস। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।

আগুন লাগার ঘটনার সময়ে ‘রাঙা বউ’র ফ্লোরে চলছিল শুটিং। অভিনেত্রী শ্রুতি দাস সংবাদ মাধ্যমকে জানান, আরেকটু দেরি হলে গোটা স্টুডিও আগুনের গ্রাসে চলে যেতে পারত। পথপশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বাইরে বেরিয়েছিলেন বলে জানান শ্রুতি। তবে কারোও আহত হওয়ার কোনো খবর মেলেনি সৌভাগ্যক্রমে।

 

আরপি/এসআর-০৩


বিষয়: আগুন


আপনার মূল্যবান মতামত দিন:

Top