রাজশাহী রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২


রমজান মাসের ধারাবাহিক নাটক ‘পরকাল’


প্রকাশিত:
২৮ মার্চ ২০২৩ ০৫:৫৮

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ০৪:৪৩

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচার হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘পরকাল’। টেলিভিশনটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে পহেলা রমজান থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি।

‘পরকাল’ নাটকের গল্প গড়ে উঠেছে খালেক সাহেবের পরিবার আর আশপাশের মানুষকে ঘিরে। খালেক সাহেবের সংসারে সবকিছু থাকার পরেও সুখ নেই । এর কারণ পরিবারে তিনি এবং বড় ছেলের বউ ছাড়া সবাই বেপরোয়া। রমজান মাসেও কারো মধ্যে যেন শৃঙ্খলা নেই। এ রকম আরও কিছু পরিবার রয়েছে যারা ইহকালের সুখ শান্তি নিয়ে ব্যস্ত, পরকাল নিয়ে ভাববার সময় যেন কারো নেই। জীবনযাপনের এই সব বিষয় নিয়েই নাটকের কাহিনী।

আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা, লীনা আহমেদ সুফিয়া, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ, গুলশান আরা, শিখা, অনামিকা, আফসানা নওমি ও ইলমাসহ অনেকে। 

 

 

আরপি/এসআর-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top