রাজশাহী রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


‘হিরো আলম অভিনয় করছে, পর্নোগ্রাফি না’


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২২ ০২:৪৪

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১০:৩৯

ফাইল ছবি

ফাইল ছবি

কয়েক বছর ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল অভিনেতা-গায়ক আশরাফুল আলম ওরফে হিরো আলম। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় গানকে নিজের মতো করে গেয়ে বিতর্কিতও হয়েছেন তিনি। যদিও তার দাবি, মানুষকে বিনোদন দেয়ার জন্যই তিনি গান করেন।

সম্প্রতি বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গাওয়ার অভিযোগে হিরো আলমের ডেকে নেয় ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। সেখানে তাকে নানান বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর থেকেই নতুন করে আলোচনায় তার নাম। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি। একে একে আরব নিউজ, খালিজ টাইমস, ফ্রান টোয়েন্টিফোর, এএফপি, বিবিসি ওয়ার্ল্ড গুরুত্বের সঙ্গে প্রচার করে হিরো আলমের সংবাদ। এসব সংবাদ নিয়েও সামাজিক মাধ্যমে চলছে নানান চর্চা।

এরমধ্যেই এক সাক্ষাৎকারে হিরো আলমকে নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেছেন, ‘হিরো আলম জানে নিজেকে কীভাবে ফোকাসে আনতে হবে। সে অবশ্যই ট্যালেন্ট। এখন সেটা আন্তর্জাতিক রূপ নিয়েছে।’

হিরো আলমের সঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে তার ভাষ্য, ‘তার (হিরো আলম) সঙ্গে স্ক্রিন শেয়ার না করার কিছু নেই। সে মানুষ তো। যদি আমার ক্যারেক্টার পছন্দ হয় অবশ্যই করব। সঙ্গে দেখব, সেখানে আর কে কে অভিনয় করছে। সে (হিরো আলম) তো অভিনয় করছে, পর্নোগ্রাফি করে না।’

গুগল সার্চে বাংলাদেশের শীর্ষ তারকা হিরো আলম, এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অবশ্য মিশা বলেন, ‘বাংলাদেশের শীর্ষ তারকা বললে, সেটি অবশ্যই বিব্রতকর।’

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে প্রার্থী হয়েও আলোচনায় জন্ম দেন হিরো আলম। তবে তার মিউজিক ভিডিওতে মডেল হওয়া, অভিনয়, গান গাওয়া বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দেয়।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top