রাজশাহী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


নির্বাচনে হারলেন মৌমাছির বাবা


প্রকাশিত:
২৮ জুলাই ২০২২ ২১:৪৬

আপডেট:
২৮ জুলাই ২০২২ ২১:৪৮

ছবি: সংগৃহিত

জয়পুরহাট পাঁচবিবি পৌরসভা নির্বাচনে চিত্রনায়িকা তানহা মৌমাছির বাবা জয়নাল আবেদীন জিনু পরাজিত হয়েছেন। সেই সঙ্গে জামানতও হারিয়েছেন। জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে প্রাপ্ত ভোটের ১২.৫ শতাংশের কম ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়।

বাবা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করায় ঢাকা থেকে ছুটে এসেছিলেন তানহা মৌমাছি। নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় ঘুরে বাবার জন্য ভোট চেয়েছেন। এ নায়িকা ভোটের মাঠে নামায় তরুণদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছিল।

৯ নম্বর ওয়ার্ডে দুই হাজার ৪৫৩ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে এক হাজার ৭৭২টি। এর মধ্যে জয়নাল আবেদীন জিনুর প্রতীক উট পাখি পেয়েছে ১২৬ ভোট।

একই ওয়ার্ডের কাওসার মন্ডলের পানির বোতল পেয়েছে ৫৫ ভোট, রুহুল আমিনের টেবিল ল্যাম্প পেয়েছে ৮৬ ভোট, আব্দুল কুদ্দাস মন্ডল ব্ল্যাকবোর্ড মার্কায় পেয়েছেন ১৭৫ ভোট এবং রেজাউল করিম আকন্দ পাঞ্জাবি প্রতীকে পেয়েছেন ২১৩ ভোট। তাদের পাঁচজনেরই জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। এই পরিমাণ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। তানহা মৌমাছির বাবা জয়নাল আবেদীন জিনু সেই পরিমাণ ভোট না পাওয়ায় জামানত হারান।

সীমানা জটিলতা মামলার কারণে দীর্ঘ সাড়ে ১১ পর ২৭ জুলাই পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

পাঁচবিবি পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ন কবীর বলেন, ‘কোনো প্রার্থী প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই হিসাবে ওই ওয়ার্ডের কয়েকজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্তের তালিকায় জয়নাল আবেদীন জিনুও রয়েছেন।’

নির্বাচনী মাঠে প্রার্থীদের কোনো অভিযোগ ছিল না, তারপরও শেষ পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের বিপুলসংখ্যক সদস্য ছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করে একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন।

 

আরপি/ এমএএইচ-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top