বাজারে এসেছে ‘পাপবাজার’
অনিক কান্তি সরকার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপবাজার’ ইউটিউবে মুক্তি পেয়েছে ২২ জুলাই। মুক্তির পর থেকেই দর্শকদের কাছে বেশ সাড়া ফেলেছে।
মানবসভ্যতা সময়ের বিবর্তনে এগিয়ে গেলেও নারীদের ফাঁদে ফেলে যৌন পেশায় নিয়োজিত করার অপরাধের কোন পরিবর্তন ঘটেনি।
নারী নির্যাতন, মানব পাচার ও মাদকের নেশায় যুব সমাজের অবক্ষয়ের বিষয় উপজীব্য করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটি।
এটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আলভি মামুন, কাজী নওশাবা আহমেদ, কাজী রাকীব, কাজী আনিসুল হক বরুণ, নোমান হোসেন, আফরোজা হোসেন, তাহসিনা ফেরদৌস রিনিয়াসহ অনেকে।
আরো পড়ুন: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই
পাপবাজারের গল্পে- নারী নির্যাতন, মানব পাচার ও মাদকের নেশায় যুব সমাজের নানান দিক তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটি সম্পর্কে জানতে চাইলে পরিচালক অনিক কান্তি সরকার বলেন, আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণের সীমাবদ্ধতা অনেক, শত প্রতিক‚লতার মাঝেও দর্শকদের ভাল একটি কাজ উপহার দিতে চেয়েছি।
আমাদের শিল্পী ও কলাকুশলীরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন কাজটির পেছনে। দর্শক ও সমালোচকদের ভালোবাসা পেলে আমাদের পরিশ্রম সার্থক।
আরপি/ এমএএইচ-০১
আপনার মূল্যবান মতামত দিন: