রাজশাহী রবিবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


২৭ বছর পর বিগ বাজেটের সিনেমায় শাহরুখ-সালমান


প্রকাশিত:
৬ জুলাই ২০২২ ০৪:৩৫

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

২৭ বছর পর ফের নাকি জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান! আর এই কাজটি করতে চলেছেন যশরাজ ফিল্মসের কর্ণধার তথা বলিউড পরিচালক আদিত্য চোপড়া। বলিউডে এখন এ গুঞ্জনই শোনা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানা গেছে, শাহরুখ এবং সালমান দুজনকেই আগে দেখেছে দর্শক। বেশিরভাগ সিনেমায় কখনো শাহরুখ, আবার কখনো সালমান উপস্থিত হয়েছিলেন অতিথি শিল্পী হিসেবে। সর্বশেষ দুই নায়ককে দর্শক একসঙ্গে দেখেছিল ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ সিনেমায়। সব ঠিক থাকলে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথমেই শুরু হবে শুটিং।

আপাতত এই দুই বলিউড স্টারের ঝুলিতেই একগুচ্ছ সিনেমা। এ বছর দুটি সিনেমা মুক্তি পাবে শাহরুখের। সালমান-ক্যাটরিনা জুটির ‘টাইগার ৩’ মুক্তি পাবে এ বছরই। এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শাহরুখকে। অন্যদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমায়ও থাকছে চমক। টাইগার রূপে হাজির হবেন ভাইজান। সূত্র: আনন্দবাজার ডিজিটাল।



আপনার মূল্যবান মতামত দিন:

Top