হলিউডে আসছে নাটালি পোর্টম্যানের চমক!

হলিউড তারকা নাটালি পোর্টম্যান।মাত্র ১৪ বছর বয়সে আলোচিত ছবি ‘দ্য প্রফেশনাল’-এ দুর্দান্ত অভিনয় করে সবার নজনে আসেন।এরপরই নিজেকে গুছিয়ে তুলতে মন দেন। পৌছেছেন তিনি অনন্য উচ্চতায়।
বৈচিত্রময় চরিত্রে কাজ করে ইতোমধ্যে বিশ্বে সাড়া ফেলেছেন। হলিউড ভক্তদের জন্য এবার আরেকটি চমক নিয়ে আসছেন নাটালি । ‘লেডি থর’ রূপে অভিষেক ঘটতে যাচ্ছে এই তারকার। যার বিপরীতে থাকছেন মারভেল কমিকসের সুপারহিরো ‘থর’র। নাটালি অভিনয় করবেন নারী থরের চরিত্রে। ছবিটিতে পরিচালক হিসেবে আছেন টাইকা ওয়েতিতিও।
সম্প্রতি মারভেল স্টুডিওজ এমনটাই জানিয়েছে। তারা ঘোষণা দিয়েছে, সুপারহিরো সিরিজ ‘থর’র চতুর্থ কিস্তি নির্মাণের।চিরচেনা হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ ‘থর : লাভ এন্ড থান্ডার’ শিরোনামে ছবিটিতে থাকবেন গড অব থান্ডারের চরিত্রে। পোর্টম্যানকে ফিমেল থর হিসেবে পেয়ে বেজায় খুশি টাইকা।হলিউড ভক্তদের জন্য এবার আরেকটি চমক নিয়ে আসছেন নাটালি । ‘লেডি থর’ রূপে অভিষেক ছবিটি নির্মাণের পর বাচ্চাদের নিয়ে সিনেমা হলে বসে একসাথে দেখতে চান তিনি। কারণ ছবিটি দুর্দান্ত হবে। গল্পটি অন্তত সেটাই জাগান দিচ্ছে।
আরপি/ আআ
বিষয়: নাটালি পোর্টম্যান হলিউড
আপনার মূল্যবান মতামত দিন: