রাজশাহী বুধবার, ৭ই জানুয়ারী ২০২৬, ২৫শে পৌষ ১৪৩২


অরিজিৎ সিংয়ের করোনা শনাক্ত


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২২ ০৯:০৮

আপডেট:
৭ জানুয়ারী ২০২৬ ০৮:৫৩

ফাইল ছবি

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং ও তার স্ত্রী কোয়েল রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজ থেকে নিজের করোনা শনাক্তের কথা জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

অরিজিৎ জানান, বর্তমানে তিনি ও তার স্ত্রী দুজনই কোয়ারেন্টিনে আছেন। তারা ভালো আছেন বলেও জানিয়েছেন তিনি।

গত জুন মাসে করোনা আক্রান্তদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলেন অরিজিৎ। জেলা স্বাস্থ্য দফতরের হাতে অক্সিজেন কনসেনট্রেটরসহ চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছিল অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা।

বহরমপুরে অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ধৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫টি হাই-ফ্লো নেজাল অক্সিজেন (এইচএফএনও) মেশিন এবং ১০টি অক্সিজেন কনসেনট্রেটর স্বাস্থ্য দফতরকে দেওয়া হয়েছে।

এ ছাড়াও করোনা আবহে গ্রামের মানুষদের সাহায্য করতে অনলাইন কনসার্ট করেছিলেন জনপ্রিয় এ শিল্পী। সেটির পুরো আয় গ্রামের চিকিৎসার জন্য দান করেছিলেন তিনি। তবে এবার নিজে আক্রান্ত হয়ে ঘরবন্দি হলেন অরিজিৎ।

 

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top