রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


অবশেষে সৃজিত-মিথিলার বিয়ে


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০১৯ ০৫:৪৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৪:১০

ছবি: অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও সৃজিত

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলার। আরেক গায়ক ও অভিনেতা জন কবিরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ায়। এরপর শোনা যায় কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে প্রেম করছেন মিথিলা। আসে বিয়েরও গুঞ্জন।

তবে সব গুঞ্জন উড়িয়ে এবার সত্যি সত্যি আবার বিয়ে করতে চলেছেন মিথিলা। অবশেষে আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসছেন তারা। টাইমস অব ইন্ডিয়া সোমবার দুপুরে এমনই খবর প্রকাশ করেছে ।

নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমের গুঞ্জন সব সময় গুজব বলেই উড়িয়ে দিয়েছেন মিথিলা। তবে সম্প্রতি মিথিলার কিছু গোপন ছবি ভাইরাল হলেও তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল সৃজিতকে। সেই সময় সৃজিতকে মিথিলার প্রকৃত প্রেমিক বলেছেন কেউ কেউ।

শোনা যাচ্ছিল, সম্প্রতি মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। কয়েক দিন আগে ঢাকা আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টেও দেখা মেলে তাদের।

গত মার্চে অর্ণবের গানের একটি ভিডিওচিত্রে একসঙ্গে হাজির হন সৃজিত ও মিথিলা। সে কাজের সূত্রে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর একসঙ্গে তাদের দেখা গেছে অনেকবার।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top