‘চকাচক’ গানে রণবীর-সারার ‘নাগিন ডান্স
চলতি মাসেই মুক্তি পাচ্ছে সারা আলি খান ও অক্ষয় কুমার অভিনীত ‘অতরঙ্গি রে’ ছবি। এখন চলছে ছবিটির প্রচার-প্রচারণা। এজন্য অভিনেত্রী সারাও চষে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন রাজ্যে।
ফলে শনিবার ছবির গোটা টিম হাজির হয়েছিল দিল্লিতে। সেখানে মঞ্চ মাতালেন সারা আলি খান। ‘অতরঙ্গি রে’ ছবির ‘চকাচক’ গানের সঙ্গে নাচেন তিনি। এই নাচের সময় রণবীর সিংয়ের কাণ্ড দেখে চোখ কপালে ভক্তদের। রণবীর ও সারার সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, একটি বাগানের মধ্যে ‘চকাচক’ গানের সুরে নাচছেন সারা। আর তার সঙ্গে তাল মিলিয়ে সঙ্গ দিচ্ছেন রণবীর। রণবীর নাচলেন বটে, তবে তা নিজস্ব ভঙ্গিমায়। করলেন নাগিন ডান্স। এসময় দুজনকে দেখে বোঝা যাচ্ছিল যে, তারা বেশ উপভোগ করছেন নিজেদের পারফর্মেন্সে। সবশেষে সহ-অভিনেতাকে জড়িয়ে ধরেন সারা।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে সারা আলি খান লেখেন, ‘সুপার ডুপার আলট্রা কুল রণবীর সিংহ। আবারও প্রমাণ করছেন কেন তিনি রাজা। অসংখ্য ধন্যবাদ, তোমার সঙ্গে নাচ খুব মিস করছিলাম।’
‘আতরাঙ্গি রে’ ছবিতে সারার সঙ্গে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে ধনুশকে। ছবিটি ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে করা হয়েছে।
আরপি/ এমএএইচ-২০
বিষয়: চকাচক রণবীর-সারা নাগিন ডান্স
আপনার মূল্যবান মতামত দিন: