রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


গান কপিরাইটের অভিযোগে আদালতে জেমস


প্রকাশিত:
১১ নভেম্বর ২০২১ ০০:০২

আপডেট:
১১ নভেম্বর ২০২১ ০০:১৭

ছবি: সংগৃহীত

গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলার আবেদন করেছেন নগর বাউল জেমস। কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজের গান সুরক্ষার জন্য এ আবেদন করেন তিনি।

একটি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলা করতে আবেদন করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের আইনজীবী তাপস কুমার। এদিন বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছান জেমস।

জানা গেছে, জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিক ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয় নিচ্ছেন জেমস।

এর আগে ১৯ সেপ্টেম্বর কপিরাইট আইনে মামলার আরজি নিয়ে একই আদালতে গিয়েছিলেন জেমস। আদালত তার মামলার আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করার নির্দেশ দিয়েছিল।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top