রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত মৌসুমী হামিদ


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২১ ১৮:৫৫

আপডেট:
২৬ অক্টোবর ২০২১ ১৮:৫৭

ফাইল ছবি

নাটক ও সিনেমায় অভিনয় করে প্রশংসিত মৌসুমী হামিদ। করোনাকালেও নিয়মিত অভিনয় করছেন তিনি। ৩ বছর আগে গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ নামের একটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছিলেন। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ছবিটি গত বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এরপর দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় ছবিটি। সেখানে বাংলা ও ইংরেজি- দুই ভাষার দর্শকই বেশ আগ্রহ নিয়ে ছবিটি দেখেন। এরপর একাধিক আন্তর্জাতিক ডিজিটাল প্লাটফর্মে দেখা যাচ্ছে ছবিটি। প্রতিনিয়তই ছবিটির দর্শক বৃদ্ধি পাচ্ছে বলে জানা যাচ্ছে।

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, একজন অভিনয়শিল্পীর সার্থকতা তখনই যখন তার অভিনয় দর্শক আগ্রহ নিয়ে দেখেন। আমি ছবিটিতে করোনাকাল আসার অনেক আগেই অভিনয় করেছিলাম। শুটিং চলাকালেই মনে হয়েছিল যে এটি প্রশংসিত হবে। এটি নিয়ে দর্শকের উচ্ছ্বাস দেখে ভালো লাগছে। আশা করছি অনেকদিন টিকে থাকবে ছবিটি।

এদিকে হৃদি হকের পরিচালনায় সরকারি অনুদানের ছবি ‘১৯৭১ সেইসব দিন’-এ অভিনয় করছেন এই অভিনেত্রী। এছাড়া তিনি একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top