রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


শর্ত ছাড়াই সামান্থা-চৈতন্যের বিচ্ছেদ


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২১ ১৮:১৮

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১০:৫৮

ফাইল ছবি

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল বিচ্ছেদের পথে হাঁটছেন দক্ষিণী তারকা সামান্থা আক্কেনেনি ও নাগা চৈতন্য। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। অবশেষে ৪ বছরের সংসার জীবনের ইতি টানলেন তারা। গত ২ অক্টোবর এক বিবৃতির মাধ্যমে এই বিচ্ছেদের কথা জানান তারা।

বিবৃতিতে সামান্থা-চৈতন্য বলেছেন, ‘আমরা অনেক আলোচনা ও চিন্তা-ভাবনার পর দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা খুবই ভাগ্যবান যে, এক দশকের বেশি সময় ধরে বন্ধুত্বের সম্পর্কে রয়েছি। এটাই আমাদের বন্ধুত্বের প্রাণশক্তি। আমরা আর স্বামী-স্ত্রী না থাকলেও বন্ধুত্বের সম্পর্ক থাকবে। আমার ভক্তদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের কঠিন সময়ে পাশে থাকুন। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটু প্রাইভেসি দিন।’

এদিকে ডিভোর্সের খবর প্রকাশ্যে আসতেই নতুন আলোচনা শুরু হয়েছিল খোরপোশ হিসেবে সামান্থাকে ২শ’ কোটি রূপি দিতে হবে চৈতন্যকে। তবে বিষয়টি নিয়ে সামান্থা বলেন, ‘কোনো প্রকার শর্ত ছাড়াই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কে ছিলাম। সেই সম্পর্ককে টাকার বিনিময়ে বিক্রি করতে চাই না।’

উল্লেখ্য, প্রায় ৭ বছর প্রেমের পর ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সামান্থা-চৈতন্য।

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top