পহেলা অক্টোবর আসছে নিরব-বুবলীর ‘চোখ’

নিরব, শবনম বুবলি ও জিয়াউল রোশান অভিনীত ‘চোখ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১ অক্টোবর। রোববার প্রযোজনা সংস্থা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মু্ক্তির তারিখ।
রোমান্টিক থ্রিলার ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। এটি তার প্রথম চলচ্চিত্র।
চোখ’-এর চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল। রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ঘরানার এ ছবির গল্পে দেখা যাবে, ধনি পরিবারের ছেলে রাকেশ (নিরব) সড়ক দুর্ঘটনায় তার দুই চোখ হারান। চিকিৎসায় নতুন চোখ লাগানো হয়। নতুন চোখ নিয়ে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ঘটনা।’
কী সেই সব ঘটনা তা দেখা যাবে সিনেমার পর্দায়। এর আগে 'চোখ' সিনেমার ১ মিনিট ২৭ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে। টিজার আভাস দিচ্ছে সিনেমায় রোমান্টিক থ্রিলার ও ভৌতিক গল্পের মিশ্রণে দেখা মিলবে নিরব, রোশান ও বুবলির।
চোখে ‘রাকেশ’ চরিত্রে নিরব, ‘জয়’ চরিত্রে রোশান আর বুবলিকে দেখা যাবে ‘রেজনি’ চরিত্রে। রোশান-বুবলির রোমান্সের এক ঝলকও দেখা গেছে প্রকাশিত টিজারে।
এই ছবিতে নিরব-বুবলী রোশান ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।
আরপি/এসআর-১৪
বিষয়: প্রযোজনা সংস্থা চোখ
আপনার মূল্যবান মতামত দিন: