রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


শাকিবকে কটাক্ষ করিনি, ফান করেছি


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২১ ০০:৩০

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৭:১৯

ফাইল ছবি

শাকিব খানের পোস্টে তাকে কটাক্ষ নয়, ফান করেছেন বলে মন্তব্য করছেন ওমর সানী। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে একটি ইংরেজি উক্তি যুক্ত করেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। কিন্তু ফেসবুকে সেই ছবির মন্তব্যের ঘরে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী এসে নেতিবাচক মন্তব্য করেন। সেখানে ওমর সানী তার ফেসবুক আইডি থেকে মন্তব্য করেছেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে ভাই ভালো থাকিস।’

এ ঘটনায় শাকিব খানের ভক্তদের একাংশ ভাবছেন ওমর সানী কটাক্ষ করেছেন শাকিবকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলও হচ্ছে অনেক।

দেশের একজন শীর্ষ নায়কের স্ট্যাটাসে প্রকাশ্যে এমন মন্তব্যকে শাকিব খানকে অপমান করছেন বলেই বলছেন সবাই।

তবে তারকাদের ফেসবুক স্ট্যাটাসের বিভিণ্ন সময়ে হাস্যকর ও অহেতুক মন্তব্য করে আলোচিত হন ওমর সানী। এর আগে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখার একটি ছবির নিচে মন্তব্য করেন, 'কথার উত্তর দেস না।' তার এই মন্তব্যে হতবাক হয়েছেন নেটিজেনরা। তার মতো একজন তারকার পক্ষ থেকে এমন কার্য কলাপআশা করেন না ভক্তরা। তবে ওমর সানী বলছেন, মজা করেই এমনটা লিখেছেন তিনি।

রোববার ওমর সানী বলেন, “আসলে জিনিসটা... ওতো আমার ছোট ভাই। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, এই রেশ ধরেই বলি... আমি ওকে অনেক পছন্দ করি, (শাকিব) আমার ছোট ভাই; ফান করেই এটা বলেছি। এটা নিয়ে সমালোচনার কী হলো, আমি বুঝলাম না! আমি বলেছি, ‘এত সুন্দর করে লেখাটা, এটা তুই লিখেছিস বলে মনে হয় না। যাই হোক, ভাল থাকিস’।”

এমনকি তার মন্তব্যে শাকিব খান কষ্ট পেলে ‘সরি’ও বলেছেন ওমর সানী। তিনি বলেন, ‘আমি সব সময় যেভাবে বলি... সব সময় ওকে (শাকিব খান) এভাবেই বলি। এটা নিয়ে যদি ও হার্ট (আহত) হয়ে থাকে, আমি সরি। কিন্তু, এটা নিয়ে হার্ট করে আমি কিছু বলিনি। ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়ার মতো মন-মানসিকতা আমার নেই।’

‘আপনার মন্তব্যে অন্তর্জালে সমালোচনা হচ্ছে; অনেকেই ভাবছেন, আপনি শাকিবকে কটাক্ষ করেছেন?’—এমন প্রশ্নে ওমর সানীর ভাষ্য, ‘না, না, না...। যারা এসব সমালোচনা করছে, তাদের সংখ্যা নিতান্তই কম। কাউকে ছোট করে বলার মতো আমার... নেই। আফটার অল, শাকিব বাংলাদেশের নাম্বার ওয়ান তারকা, সে নাম্বার ওয়ান। এতটুকু সম্মান-স্নেহবোধ আমার আছে।’

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top