পরীমণি গুরুতর অসুস্থ, দোয়ার দরখাস্ত

পরীমণি দেশজুড়ে আলোচনায় ছিলেন বেশ কিছুদিন। ঈদুল আজহায় কুরবানী করেছেন পশু। কিন্ত হয়ে পড়েছেন অসুস্থ। পরীমণি লকডাউনের পুরোটা কাটিয়েছেন বাসাতেই। মাঝে ‘প্রীতিলতা’র লুক নিয়ে কিছু দিন কাজ করলেও এখন রয়েছেন বিশ্রামে।
পরী জানান, অনেক দিন ধরেই তিনি ভুগছেন ভার্টিগো (মাথা ঘোরা) রোগে। গত লকডাউনের আগে ভারতে গিয়ে লম্বা সময় চিকিৎসাও করিয়েছেন। কিন্তু উন্নতি সেভাবে হয়নি।
পরী বলেন, ‘রোগটি এখন মারাত্মক পর্যায়ে রয়েছে বলে আমি অনুভব করছি। সবার কাছে দোয়া চাই।’
ভার্টিগো হলো এমন একটি অসুখ বা অনুভূতি, যাতে আপনি বা আপনার চারপাশের পরিবেশ নড়াচড়া করছে বা ঘুরছে বলে মনে হবে! এটি ক্রমশ এত তীব্র হতে পারে যে ভারসাম্য বজায় রাখা এবং দৈনন্দিন কাজগুলো করা কঠিন হয়ে পড়ে।
এদিকে চলমান লকডাউনের কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়াও পরীর জন্য জটিল হয়ে গেলো। তবে আগের চিকিৎসাপত্র অনুসরণ করেই ওষুধ সেবন করছেন বলে জানান পরী।
আরপি/আআ
বিষয়: পরীমণি গুরুতর অসুস্থ দোয়া ভার্টিগো
আপনার মূল্যবান মতামত দিন: