রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


হিরো আলম মেয়ে মানুষ!


প্রকাশিত:
৩ আগস্ট ২০২১ ১৭:১১

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৭:০৪

নারী রূপে হিরো আলম

আশরাফুল আলম ওরফে হিরো আলমের এসব প্রতিভা নাকি ভক্তদের সঙ্গে মশকরা? বহুরূপী এক মানুষ। ভক্তদের একের পর এক চমক উপহার দিয়েই চলেছেন তিনি।

তবে তার যেমন ভক্ত রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়। পর্দায় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাচ্ছে তাকে। কখনো টারজান, কখনোবা দৈত্য রূপে হাজির হলেও এবার নারী রূপে হাজির হলেন হিরো আলম!

অভিনয়ে আসার পর গানের জগতে প্রবেশ করে ধামাকা দেখিয়েছেন হিরো আলম। কয়দিন পর পরই বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ও অ্যারাবিক ভাষায় নতুন নতুন গান গেয়ে ইউটিউবে প্রকাশ করেন তিনি। যা কিনা ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হচ্ছে।

সরদার প্রোডাকশন ব্যানারে ‘ভাইরাল বউ’ শিরোনামে নতুন এক ভিডিওতে শিগগিরই দেখা যাবে নারীর বেশে হিরো আলমকে। ছবিতে হিরো আলমকে দেখা যাচ্ছে- কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছেন তিনি। আর গায়ে জড়িয়েছেন টকটকে লাল শাড়ি এবং কাঁধে লেডিস ব্যাগ নিয়ে নারীর মতন দাঁড়িয়ে আছেন।

নারী রূপে সেজে হাজির হওয়া প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম বলেন, আপনারা দেখছেন আমাকে নতুন রূপ। আপনারা সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায় অবস্থায় থাকে। তাদের সেই জীবনের গল্প নিয়ে এবারই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। সবাই পাশে থাকবেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top