রাজশাহী শুক্রবার, ২৩শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২


 সঞ্জয় দত্তের ৩৫০ জন প্রেমিকা ছিল!


প্রকাশিত:
৪ জুন ২০২১ ০২:০১

আপডেট:
২৩ মে ২০২৫ ১৫:৩৯

ফাইল ছবি

 

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক নির্মিত হয়েছে ২০১৮ সালে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর। সিনেমার একটি দৃশ্যে তাকে বলতে শোনা যায়, তার জীবনে প্রেমিকার সংখ্যা ছিল প্রায় ৩৫০ জন। এছাড়া তার শয্যাসঙ্গী কতজন হয়েছে সেটা ভুলে গেছেন তিনি।

অন্যদিকে অভিনেতার মা নার্গিস মনে করতেন তিনি সমকামী ছিলেন। আত্মজীবনী এ কথা উল্লেখ করেন সঞ্জয়ের ছোট বোন প্রিয়া দত্ত। নার্গিস তার এক বন্ধুকে বলেছিলেন, কোনো ছেলে বন্ধু এলেই সঞ্জয় কেন ঘরের দরজা বন্ধ করে দেয়, তা তিনি বুঝতে পারছেন না। এরপরই বিষয়টি নিয়ে চিন্তার দানা বাঁধে তার মধ্যে।

ছোট বয়স থেকেই সঞ্জয় মাদকে আসক্ত ছিলেন। সেটাও জানতেন তার মা নার্গিস। এসব জেনেও কিছুটা লুকাতেন নার্গিস। কারণ ছেলের এ বদঅভ্যাস প্রকাশ পাক সেটা তিনি চাননি। বরং ছেলে পক্ষে সাফাই গাইতেন মা। বলতেন, কোনোরকম মাদকদ্রব্য থেকে শত হাত দূরে থাকেন সঞ্জয়।

মঙ্গলবার (০১ জুন) ছিল সঞ্জয়ের মায়ের জন্মদিন। মায়ের জন্মদিনে তাকে স্মরণ করে একটি পুরাতন ছবি শেয়ার করেছেন এ অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘তোমার মতো আর কেউ নেই। শুভ জন্মদিন মা।’

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top