রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


ট্রেন্ডিংয়ের শীর্ষে 'হিল্লা বিয়ে'


প্রকাশিত:
২০ মে ২০২১ ০৩:০৯

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৭:১৯

ছবি: সংগৃহীত

ঈদে প্রচারিত একক নাটকগুলোর মধ্যে রাশেদ সীমান্ত অভিনীত ‘হিল্লা বিয়ে’ আলোচনায় এসেছে। নাটকটি এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে। ১৯ মে বেলা ১১টা ৩০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনদিন আগে আপলোড করা এ নাটকটি দেখেছেন প্রায় ১১ লাখ দর্শক।

টিপু আলম মিলনের গল্পে, সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। এখানে জুটি হয়ে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও নাদিয়া আহমেদ। এছাড়া নাটকটিতে অভিনয় করেছেন অলিউল হক রুমি, সফিক খান দিলু প্রমুখ।

রাশেদ সীমান্তর অভিনেতা হওয়ার গল্প খুব বেশি দিনের নয়। হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন মাত্র। প্রথম সারির অনেক অভিনেতাকে পিছনে ফেলে ঈর্ষণীয় সাফল্য নিয়ে এখন শুধুই তার এগিয়ে চলা।

‘মধ্যরাতের সেবা’ নাটকের মাধ্যমে মিডিয়ায় তুমুল আলোচিত হন তিনি। এরপর আমার বাবা, বরিশাল টু ঢাকা, মানবতা এবং সর্বশেষ প্যারোলে মুক্তি নাটকের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।

প্রসঙ্গত, রাশেদ সীমান্ত অভিনীত ঈদের দ্বিতীয় নাটক ‘আমি মীর জাফর’ মাত্র একদিন আগে আপলোড করার পরই ইউটিউব ট্রেন্ডিংয়ে অবস্থান করছে। দ্রুতই মিলিয়নের ঘর পেরিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই।

আরপি / এমবি-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top