৬ মাসের সন্তানকে দূরে রেখেছেন শুভশ্রী

দুদিন আগে দু:সংবাদ দিয়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মঙ্গলবার ইনস্টাগ্রাম ও ফেসবুকে করোনা পজেটিভ হওয়ার খবর জানান তিনি। যে সন্তানকে ঘিরে শুভশ্রীর ঘরে সুখের ফোয়ারা তাকে দূরে ঠেলে দিতে হয়েছে কলকাতার এই নায়িকার। সর্বনাশা মহামারি শুভশ্রীকে সন্তানের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে।
তবে শুভশ্রীর ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে, করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ আছেন। সতর্কতা হিসেবে ৬ মাসের সন্তানকে দূরে রেখেছেন। তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী অবশ্য কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
মঙ্গলবার ফেসবুকে শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত। তবে তার বাচ্চা সুস্থ আছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
শুভশ্রী ২০১৮ সালের ১১ মে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। গেল বছরের ১২ সেপ্টেম্বর পুত্রসন্তান আসে এই দম্পতির কোলে।
আরপি/ এসআই
আপনার মূল্যবান মতামত দিন: